মাছ ধরার টোপ হিসাবে বিন্নি চালের ব্যবহার বিধিঃ-
৫০ গ্রাম বিন্নি চাল, পরিমান মতো পানি,যাতে ভাত ওই পানিতেই হয়ে যায়।ভাত হওয়ার পর ঘন্টা খানিক রেখে ঠান্ডা করে নিন।এরপর হাতুড়ীর বাট বা ওই জাতীয় কোন জিনিষ দিয়ে ভাতকে ঠুকে ঠুকে পেস্টের মত বানান এবং আল্প অল্প করে শিমুল তুলা মিশান আর ভাল ভাবে মিশিয়ে নিন।
No comments:
Post a Comment