Bangla Fishing

Banglafishing.com

AD

Sunday, December 9, 2018

সেরা এমন কি অন্যতম একটি গল্প ভালবাসার গল্প


লেখক:Farhan Ahamed Farabi..😍
(পার্ট-১)😍
--ঐ
--হুম।
--শোন না, বাবু? ঘুমিয়ে গেছ?
--না, বল, লক্ষীটা।
--আগে তোমার বুকে মাথা রাখবো।
--আচ্ছা রাখো।
--আজ না একটা স্বপ্ন দেখলাম।তিনটা পরী
আকাশে উড়ছে। জান, ২ টা বড়পরী আর আরেকটা
পিচ্ছি বাবু পরী। কী কিউটদেখতে বাবুটা |
তোমাকে না বলছি,আমাকে এরকম একটা কিউট
বাবু এনে দিতে। আমারনা খুব ইচ্ছে করে এরকম
একটা কিউট বাবুকে আদরকরতে। বাবুর কপালে
পাপা দিতে। আর ওরমুখে মামনী ডাক শোনতে।
--আচ্ছা এনে দিব। এখন লক্ষী বাবুর মত ঘুমাও।
--আরেকটু কথা বলি, বাবু?
--আচ্ছা, বলো।
--বিয়ের আগে তো, আমাকে কত বলতে
যে,আমাকে এ কটা কিউট বেবী এনে দিবে। এখন
তুমি এনে দিচ্ছো না। তুমি অনেক ফাজিল হয়ে
গেছ।
--স্যরি। ক্ষমা করে দাও।
--তোমার কোন ক্ষমা নেই।
--আচ্ছা বাবু, বুকে আসো। মাথায় হাতবুলিয়ে
দিচ্ছি। তুমি লক্ষী বাবুর মত ঘুমিয়ে পড়।
--তোমার সাথে কোন কথা নেই। যাও,
তোমারসাথে আরি, হুহ . . .upset emoticon
(এভাবেই বেড়ে চলেছে রাত)
.
আজ থেকে এক বছর আগে, নীলিমা মা হয়েছিল।
আমাদের কল্পনার বাবুটা আমাদের ঘরকে আলো
করার জন্যে পৃথিবীতে এসেছিলো। একটা বাবু
যখন পৃথিবীতে আসে, তখন সে কান্নার আওয়াজ
দিয়ে জানিয়ে দেয় সে পৃথিবীতে এসেছে।
কিন্তু, আমাদের বাবুটা চুপছিল। সে হয়ত অভিমান
করেছে তার মা-বাবার সাথে।
.
বাবুটা পেটে থাকতে নীলিমার আমাশায়
হয়েছিল।এরপর মৃত বাচ্চা হয়েছিল। তার পর
ডাক্তার বলেছে, তার আর বাচ্চা নাও হতে
পারে। ঐ দিন নীলিমাটা আমাকে জড়িয়ে
অনেক কেদেছিল। এরপর থেকেই আমার
নীলিমাটা মানসিকসমস্যায় ভুগছে।
.
প্রতি রাতেই সে আমার কাছে বাবু চায়, আর
অভিমান করে।
.
৩ বছর পর
আমার নীলিমাটা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। ও
আমাকে অনেক বলেছিল, নতুন একটা বিয়ে করে
বাবু নিতে। কিন্তু, ওকে এতই ভালবাসতাম যে,
ওকে ছাড়া অন্য কাউকে কল্পনা করা সম্ভব ছিল
না।
আল্লাহর কাছে প্রতি রাতে বলতাম, ওই নিষ্পাপ
মেয়েটাকে আর কষ্ট দিয়না।
আজ সারারাত তনীটা আমার বুকে শোইয়ে ছিল,
আর কেদেছে। কোন কথা বলে নাই। আমি ওর
মাথায় হাতবুলিয়ে দিছি। ও আমাকে বারবার
কেদে বলেছে,বাবু আমার খুব অসুস্থ লাগছে।
আমি মারা গেলে,আমাকে মাফ করে দিয়ো আর
নতুন একটা বিয়ে করে ফালাইয়ো ।
দু জনের চোখের পানিতে আকাশভারী হয়ে গেছে।
সকাল ।
নীলিমাটা খুব অসুস্থ হয়ে পরেছে। পুরুটা সকাল
বমি করেছে।সকালে তাকে এ্যাম্বুলেন্সে করে
হসপিটালে আনা হয়েছে। ট্রিটমেন্ট করে
ডাক্তার যা বলল,চোখে পানি চলে এসেছে।
পরক্ষণে ওর কাছে দৌড়ে গেলাম, ওকে এক
হাতে জড়িয়ে ধরে,ওর পাশে মাথা রাখলাম।
আগে আমার কখনো চোখে পানি আসেনি। আজ
পানি চলে এসেছে। এই পানি কস্টের না সুখের।
"আমার অদ্ভুদ বউ যে আজ মা হতে চলেছে.....
.

No comments:

Post a Comment

AD