Bangla Fishing

Banglafishing.com

AD

Saturday, September 30, 2017

অল্প খরচে দেশীও চার

সহজ ভাবে চার করতে হলে ১ কেজি খৈইল কে গুরা করতে হবে তারপর বয়েলার মুরগির বা ফিশ ফিড ৩৫০ গ্রাম গুরি করে মিক্স করুন এরপর ১৫ টাকা দামের এনার্জি বিস্কুট গুরা করে মিক্স করুন। সব মিক্স করা হয়ে গেলে একটা মাটির হাড়িতে মিক্সকরা উপাদান গুলো ঢেলে সমপরিমান ভাতের ঘোন করা মাড় ঢেলে সারা রাত ঢাকনা দিয়ে রেখে দিন। পর দিন সকালে ঢাকনা তুলে আবারো হাত দিয়ে ভালোইভাবে মিক্স করে দিন যাতে সব উপাদান ভালো ভাবে মিক্স হয়ে যায়। এর পর সুকনা চিড়া ও পিপড়ার ডিম দিয়ে বড় বড় বল আকার করে খেলার ৩০ মিনিট আগে চার করুন। এই চারের গুন আরো বাড়াতে চাইলে ৩০০ গ্রাম মিষ্টি সুকনো মসল্লা মিক্স করেদিন। তাতে আরো ভালো ফল পাবেন যা আমি পেয়েছি
এই চারে অনেক রুই এবং মৃগেল মাছ জমে। আমি গ্রামের ঝিলে বা পুকুরে এই চার ব্যবহার করে এংলিং করি। আমি ভালো ফল পেয়েছি এবং পাই বাকিটা আল্লাহ ও লাকের উপর

No comments:

Post a Comment

AD