Bangla Fishing

Banglafishing.com

AD

Saturday, October 27, 2018

কাতলা মাছের টোপ নাড়িকেল পচা লেপিং কিভাবে বানাবেন

নারকেল পচা রেসিপি।
কাতলা মাছ এর ফেভারিট লেপিং। 
দশটা ভাল নাকেল কুড়িয়ে নিবেন,তারপর একটা ড্রামএ সব গুলা রাখবেন ওপরে পরিমান মত হিং ছিটিয়ে দিবেন যাতে তাড়াতাড়ি পচে যাই,আর একটা কথা মনে রাখবেন নারকেল এর পানি দেওয়া যাবেনা কারণ পানি দিলে আপনার নারকেল পচা কিছুদিন পর কালো হয়ে নষ্ট হয়ে যাবে,যদি আপনার বাসাই বৃষ্টির পানি থাকে তাহলে ৬ লিটার বৃষ্টির পানি দিবেন ড্রাম এর ভিতর, আর যদি বৃষ্টির পানি না থাকে তাহলে এমনি নরমাল পানি নল থেকে নিয়ে একদিন রেখে দিবেন,পরের দিন পানিটা ড্রাম এর ভিতর দিবেন,১শ গ্রাম নারকেল তৈল দিয়ে ড্রাম এর মুখ ভাল করে বন্ধ করে দিবেন,দেখবেন ২০-২৫ দিন এর মধ্য আপনার  নারকেল পচা রেড়ি।
আমার এই www.banglafishing.com
সাইটটিতে আপনারা সব ধরনের মাছের টোপ এবং চার দেখুন।
 রুই মাছের টোপ
রুই মাছের চার 
সাতু পোলাও বানানো
মৃগেল মাছের টোপ ও চার 
হাড়িয়া চার বাননো 
কালিবাউশ মাছের টোপ
কই মাগুড় মাছের টোপ।
বোয়াল টোপ।
লেখাটি শেয়ার করে আপনার মাছ শিকাড়ি বন্ধুদেরকে জানার সুযোগ দিন 

No comments:

Post a Comment

AD